রাঙামাটি প্রতিনিধি

  ২৯ এপ্রিল, ২০২৪

কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটিতে বাঘাইছড়ি উপজেলার সাজেকে সোমবার হিল উইমেন্স ফেডারেশন এবং পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বিক্ষোভ মিছিল। ছবি: প্রতিদিনের সংবাদ 

কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে গণবিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। একই সঙ্গে বিচারের নামে প্রহসনে লিপ্তদের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সোমবার বাঘাইছড়ি উপজেলার সাজেক বনানি বনবিহার গেইট থেকে একটি গণবিক্ষোভ মিছিল বের করে সাজেকের প্রধান সড়ক হয়ে উজোবাজারে শেষ হয়। এতে বিভিন্ন এলাকা থেকে হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গণবিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে দুই নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, বাঘাইছড়ি উপজেলা শাখা।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের বাঘাইছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক বিশাখা চাকমার সভাপতিত্বে ও সদস্য অপর্ণা চাকমার সঞ্চালনায় বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা সভাপতি অমিতা চকামা এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য অমিত চাকমা।

সমাবেশে বক্তারা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে ১৯৯৬ সালে নিউ লাল্যাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। কিন্তু এখনো আমরা এ অপহরণ ঘটনার সুবিচার পাইনি।

বক্তারা অভিযোগ করে বলেন, মামলার বাদী কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা সুস্পষ্টভাবে জড়িতদের নামে মামলা দায়ের করলেও গত ২৮ বছর ধরে মামলা ঝুলিয়ে রেখে ৩৮ জন তদন্ত কর্মকর্তা তদন্ত করেন। শেষ পর্যন্ত ৩৯তম কর্তকর্তা রাঙামাটি পুলিশ সুপার তারিকুল হাসান অপহরণকারীদের চিহ্নিত না করে চূড়ান্ত প্রতিবেদন দেন। এ ফাইনাল রির্পোটের বিরুদ্ধে কল্পনা চাকমা অপহরণ মামলার বাদী কালিন্দী কুমার চাকমার নারাজি আবেদনের ওপর শুনানি গ্রহণ করে গত ২৩ এপ্রিল রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। এরমাধ্যমে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারীকে দায়মুক্তি দেওয়া হয়েছে। এই আদেশ ন্যায়বিচার পরিপন্থি। এই মামলা খারিজ করে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় দেশের সরকার পাহাড়ি জনগণকে বিচারহীনতার মাধ্যমে পদানত রাখতে চায়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close