অনলাইন ডেস্ক
২৩ এপ্রিল, ২০২৪
মেটার মুখপাত্রকে কারাদণ্ড
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ছয় বছরের কারাদণ্ড হয়েছে। দেশটির আদালত এই রায় দিয়েছেন। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসকে বৈধতা’ দেয়ার অভিযোগ এনে এ রায় দেয়া হয়।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ডি স্টোন বর্তমানে রাশিয়ার বাইরে আছেন। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।
বিচারক রোমান কিফোরেঙ্কো বলেছেন, তিনি রাশিয়ায় পা রাখা মাত্র রায় কার্যকর হবে।
অ্যান্ডি স্টোনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রুশ সেনাদের ওপর হামলায় উসকানিদাতাদের প্রশ্রয় দিয়েছিলেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন