ক্রীড়া ডেস্ক

  ২৯ এপ্রিল, ২০২৪

মেসির জোড়া গোলে চূর্ণ নিউ ইংল্যান্ড

মেজর লিগ সকারে (এমএলএস) আরো একবার মুগ্ধতা ছড়ানো পারফরম্যান্স উপহার দিলেন লিওনেল মেসি। গতকাল সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে পরাজিত করেছে ইন্টার মিয়ামি। এ জয়ের নায়ক আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। নিউ ইংল্যান্ডের বিপক্ষে দুবার জালের দেখা পেয়েছেন তিনি। ন্যাশভিলের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে তুলেছিলেন তারকা ফরওয়ার্ড। এবার জোড়া গোল করে নিজেকে গোলদাতাদের তালিকায় শীর্ষে নিয়ে গেলেন মেসি।

নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে মেসির গোল সংখ্যা ৯। সাত ম্যাচ খেলে এ গোলগুলো করেছেন সাবেক পিএসজি তারকা। সাত ম্যাচের ৬টিতেই জালের দেখা পেয়েছেন তিনি। সব মিলিয়ে জোড়া গোল করেছেন তিনবার। গোলদাতাদের তালিকার দুই নম্বরে আছেন ক্রিশ্চিয়ান আরাঙ্গো। ৮ গোল করেছেন রিয়েল সল্ট লেকের কলম্বিয়ান ফরওয়ার্ড।

১১ ম্যাচে ইন্টার মিয়ামির সংগ্রহ ২১ পয়েন্ট। ছয় জয়ের পাশাপাশি তিনটি ড্র করেছে জেরার্ডো টাটা মার্টিনোর শিষ্যরা। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি। তাদের সংগ্রহ ইন্টার মিয়ামির সমান ২১ পয়েন্ট। গোলগড়ে পিছিয়ে থাকায় দুই নম্বরে আছে তারা। পূর্ণ তিন পয়েন্ট পেলেও জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালো হয়নি ইন্টার মিয়ামির। চাঞ্চেলের গোলে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে সফরকারীরা। ৩২ মিনিটে ইন্টার মিয়ামিকে ম্যাচে ফেরান মেসি। ৬৭ মিনিটে কাতার বিশ্বকাপের সেরা ফুটবলারের কল্যাণে লিড নেয় ইন্টার মিয়ামি। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে স্কোরলাইন ৩-১ করেন ক্রিমাশ্চি। ৮৮ মিনিটে নিউ ইংল্যান্ডের জালে শেষ পেরেক ঠুঁকে দেন লুইস সুয়ারেজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close