ক্রীড়া প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

বাংলাদেশের মেয়েদের দল ঘোষণা

আগামী ২ ফেব্রুয়ারি ঢাকায় বসতে চলেছে মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। স্বাগতিক বাংলাদেশসহ টুর্নামেন্টে অংশ নেবে ভারত, ভুটান ও নেপাল। আফিদা খন্দকারের নেতৃত্বে ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। শিরোপা ধরে রাখা লাল-সবুজের দলের লক্ষ্য।

অনূর্ধ্ব-১৭ দল থেকে ১৪ জন ফুটবলার নিয়ে সাজানো হয়েছে দল। বিকেএসপি থেকে সুযোগ পেয়েছেন বন্যা খাতুন, লুৎফরা আক্তার লিমা ও নবিরন খাতুন।

অধিনায়ক আফিদা ও সহ-অধিনায়ক স্বপ্না রানীসহ জাতীয় দলের আরো তিন খেলোয়াড় দলে আছেন। বাকিরা স্বর্ণা রানী মণ্ডল, ইতি খাতুন এবং সুরমা জান্নাত। অনূর্ধ্ব-১৬ দলের ক্যাম্পে প্রতিভার ঝলক দেখিয়ে দলে এসেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে উঠে আসা গোলরক্ষক মেরি আইরিশ প্রোভেন্স ত্রিপুরা নরভে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে গতকাল সম্মেলনে দল জানানো হয়। কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের সব খেলা গড়াবে।

বাংলাদেশ দল

গোলরক্ষক : স্বর্ণা রানী মণ্ডল, জুই আক্তার, মেরি আইরিশ প্রোভেন্স ত্রিপুরা নরভে।

ডিফেন্ডার : আফিদা (অধিনায়ক), ইতি খাতুন, সুরমা জান্নাত, রিতা, রুমা আক্তার, নাদিয়া আক্তার , ঋতু আক্তার।

মিডফিল্ডার : স্বপ্না রানী, (সহঅধিনায়ক), ঐশী খাতুন, মিতু, কানন রানী বাহাদুর, মুক্তি আক্তার, বন্যা খাতুন, লুৎফরা আক্তার লিমা, পূজা দাস।

ফরওয়ার্ড : মোসাম্মাৎ সাগরিকা, তৃষ্ণা রানী, উমেহলা মারমা, সুলতানা আক্তার, নবিরন খাতুন।

সময়সূচি

ভারত-ভুটান

(২ ফেব্রুয়ারি বিকাল ৩টা)

বাংলাদেশ-নেপাল

(২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা)

ভুটান-নেপাল

(৪ ফেব্রুয়ারি বিকাল ৩টা)

বাংলাদেশ-ভারত

(৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা)

ভারত-নেপাল

(৬ ফেব্রুয়ারি বিকাল ৩টা)

বাংলাদেশ-ভুটান

(৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা)

ফাইনাল (৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close