ক্রীড়া ডেস্ক

  ০৮ মে, ২০২৪

প্যালেসের গোলবন্যা

ম্যানইউর ‘বিব্রতকর’ রেকর্ড

টানা চার ম্যাচে পয়েন্ট ভাগ করার পর গত ২৫ এপ্রিল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির জয় তুলে নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একদিন পর বার্নলির সঙ্গে পয়েন্ট ভাগ করে ফের ব্যর্থতার বৃত্তে আটকে যায় রেড ডেভিলরা। নিজেদের সে ব্যর্থতার ধারা অব্যাহত রেখেছে এরিক টেন হাগের শিষ্যরা। সেই সঙ্গে গড়েছে একটি বিব্রতকর রেকর্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে পরশু রাতে ক্রিস্টাল প্যালেসের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানইউ। তাতেই ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে প্রথমবারের মতো প্যালেসের কাছে মৌসুমের দুই লেগেই হেরে বসল তারা। এর আগে প্রথম লেগে গত সেপ্টেম্বরে ওল্ড ট্রাফোর্ডে নিচের সারির দলটির কাছে ১-০ গোলে হেরেছিল সাবেক চ্যাম্পিয়নরা।

সেলহার্টস পার্কে প্যালেসের দাপুটে ফুটবলের কাছে পাত্তা পায়নি ম্যানইউ। দুই অর্ধে সফরকারীদের জালে দুবার করে বল পাঠায় লন্ডনের ক্লাবটি। ১২তম মিনিটে মিকেল ওলিসের গোলে লিড নেয় স্বাগতিকরা। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান ফিলিপ্পে মাতেতা।

বিরতি থেকে ফেরার ১৩ মিনিট পর স্কোর লাইন ৩-০ করেন টাইরিক মিচেল। ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে চতুর্থ তথা শেষ গোলটা করেন ওলিস। বাকি সময়ে ফিনিশিংয়ের ব্যর্থতার কারণে ব্যবধান বাড়াতে পারেনি প্যালেস।

চলমান লিগে এটা ম্যানইউর ১৩তম পরাজয়।

অন্যদিকে সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৪টাতেই হারের তিক্ত অভিজ্ঞতা হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির। বাকি ৬ ম্যাচের মধ্যে চারটাতেই পয়েন্ট ভাগ করেছে তারা। ৩৫ ম্যাচ শেষে টেবিলের ৮ নম্বরে আছে ম্যানইউ। তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে অবস্থান করেছে প্যালেস। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক পয়েন্ট কম নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দুয়ে। শিরোপার লড়াই চলছে এ দুদলের মধ্যে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close