ক্রীড়া প্রতিবেদক

  ০৭ মে, ২০২৪

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

মূল পর্বে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড

২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। একই সঙ্গে শেষ দুই দল হিসেবে মেয়েদের আসন্ন কুড়ি ওভারের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। ১০ দল নিয়ে আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে বিশ্বকাপের জন্য ৮ দল চূড়ান্তই ছিল। বাকি দুটি জায়গার জন্য সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় বাছাইপর্বের খেলা।

যেখানে গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে শেষ চারে উঠেছিল শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও আরব আমিরাত। প্রথম সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় স্কটল্যান্ড। অপর সেমিফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ১৫ রানের জয় তুলে নেয় লঙ্কানরা। পরশু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রপিং ও সূচি প্রকাশ করেছে আইসিসি। দুই গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে অংশ নেবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে আছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। অন্যদিকে ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ।

শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কে কোন গ্রুপে খেলবে সেটা নির্ধারিত হবে বাছাইপর্বের ফাইনালের পর। বাছাইপর্বের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে আজ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুদল। ফাইনালে জয়ী দল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের গ্রুপ ‘এ’ তে খেলবে। অন্যদিকে রানার্সআপ দলের জায়গা হবে গ্রুপ ‘বি’ তে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ৩ অক্টোবর। উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একই দিন মাঠে নামবে আয়োজক বাংলাদেশ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close