ক্রীড়া ডেস্ক

  ১৯ মে, ২০২৪

‘শিরোপা ভাগ্য হাতে নেই আর্সেনালের’

প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য আর্সেনালের হাতে নেই। তবে এখনই হাল ছাড়তে নারাজ তারা। শেষ রাউন্ডে অবিশ্বাস্য কিছুর আশায় আছে দলটি। এই সময় আবেগের ভেলায় গা ভাসাতে সতীর্থদের বারণ করেছেন মার্টিন ওডেগোর। আর্সেনাল অধিনায়কের মতে, শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আগে তাদের মনোযোগ দিতে হবে নিজেদের খেলায়। লিগ শিরোপার লড়াইয়ে আপাতত এগিয়ে ম্যানচেস্টার সিটি। ৩৭ রাউন্ড শেষে ৮৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। মৌসুমের শেষ লিগ ম্যাচে আজ রবিবার ঘরের মাঠে ওয়েস্টহাম ইউনাইটেডের মুখোমুখি হবে দলটি। ম্যাচটি জিতলেই টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা ঘরে তুলবে পেপ গার্দিওলার দল।

মৌসুমের নিজেদের শেষ লিগ ম্যাচ আর্সেনালও খেলবে নিজেদের মাঠে। এভারটনের বিপক্ষে রবিবার কেবল জিতলেই হবে না, সঙ্গে প্রার্থনা করতে হবে সিটির হোঁচটের। সব পক্ষে এলে ২০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জয়ের স্বাদ পাবে লন্ডনের ক্লাবটি। টটেনহাম হটস্পারের বিপক্ষে আগের রাউন্ডে সিটির ২-০ গোলের জয়ে আর্সেনালের শিরোপা ভাগ্যে বড় চোট লাগে। তবে এভারটন ম্যাচের আগে ওডেগোর সতীর্থদের বার্তা দিলেন, আগে নিজেদের কাজটি ঠিকঠাক করার। ‘সিটি এগিয়ে যাওয়ার পরদিন আমরা এটা (শিরোপার লড়াই) নিয়ে কথা বলেছি। আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে। এটা নিয়ে বেশি আবেগপ্রবণ হওয়া যাবে না। ঘরের মাঠে আমাদের আরো একটি ম্যাচ আছে, মৌসুমে এটাই শেষ ম্যাচ। আমাদের লক্ষ্য ও কাজ পরিষ্কার, এই ম্যাচ জিততেই হবে। দেখব কী হয়। শেষ ম্যাচটা জেতা, সমর্থকদের ভালো একটা ম্যাচ উপহার দেওয়া, এটাতেই আমাদের মনোযোগ। দেখা যাক। শিরোপা ভাগ্য আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আমাদের কেবল নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে।’

গত মৌসুমেও লিগ শিরোপা জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েছিল আর্সেনাল। কিন্তু শেষ দিকে প্রবল চাপের সময় ভেঙে পড়ে তারা। সিটির চেয়ে পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে দ্বিতীয় হয়ে শেষ করে মৌসুম। আর্সেনাল সবশেষ লিগ শিরোপা জিতেছিল ২০০৩-০৪ মৌসুমে। আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে গোটা মৌসুমে সেবার অপরাজিত ছিল দলটি। ওডেগোরমনে করছেন, গত মৌসুমের তুলনায় এবার তাদের দলটি আরো বেশি ভালো খেলেছে। শেষ দিন পর্যন্ত শিরোপার লড়াইয়ে থাকাটাকেই আপাতত বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। আমরা ভালো পদক্ষেপ নিয়েছি। আমার মনে হয়, গত মৌসুমের তুলনায় এবার আমরা দল হিসেবে আরো বেশি ভালো। সত্যিই কিছু ভালো ম্যাচ খেলেছি, কিছু ভালো ফলাফল পেয়েছি এবং শিরোপার লড়াইয়ে আমরা শেষ দিন পর্যন্ত আছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close