ক্রীড়া ডেস্ক

  ০৬ নভেম্বর, ২০২৪

উইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ

অঘোষিত ফাইনাল আজ

প্রথম দুই ওয়ানডে শেষে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। ব্রিজটাউনে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামবে দু’দল।

জয় দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। স্পিনার গুদাকেশ মোতি ও ওপেনার এভিন লুইসের ঝড়ো নব্বই রানের ইনিংসে বৃষ্টি আইনে ৮ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা। অ্যান্টিগায় মোতির স্পিন ঘূর্ণিতে প্রথম ব্যাটিং করে ৪৫.১ ওভারে ২০৯ রানে অলআউট হয় ইংল্যান্ড। মোতি ৪১ রানে ৪ উইকেট নেন। জবাবে বৃষ্টি আইনে ৩৫ ওভারে ১৫৭ রানের নতুন টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে ক্যারিবীয়রা। ৫টি চার ও ৮টি ছক্কায় ৬৯ বলে ৯৪ রান করেন লুইস।

একই ভেন্যুতে ভারপ্রাপ্ত অধিনায়ক লিভিংস্টোনের ঝড়ো সেঞ্চুরিতে ৫ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপের ১১৭ রানের সুবাদে ইংল্যান্ডকে ৩২৯ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ। লিভিংস্টোনের ৯টি চার ও ৫টি ছক্কায় ৮৫ বলে গড়া অনবদ্য ১২৪ রানে ১৫ বল বাকী রেখেই জয় তুলে নেয় ইংলিশরা।

সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচে বোলারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করছেন লিভিংস্টোন। তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে দারুণভাবে আমরা ঘুড়ে দাঁড়িয়েছে। কিন্তু বোলারদের আরও উন্নতি করতে হবে। দুই ম্যাচেই বোলাররা ভালো করতে পারেনি। প্রতি ম্যাচেই ৩’শ রান তাড়া করা সম্ভব নাও হতে পারে। এজন্য প্রতিপক্ষ যেন বড় স্কোর করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বোলারদের।’

ইংল্যান্ডের অধিনায়ক লিভিংস্টোনের সুরে কথা বলেছেন ওয়েস্ট ইন্ডিজ দলনেতা হোপ। নিজ দলের বোলারদের উন্নতি চান তিনিও, ‘দ্বিতীয় ম্যাচে বোলারদের পারফরমেন্স হতাশ করেছে আমাদের। ৩২৯ রানের পুঁজিতে ম্যাচ জেতা উচিত ছিলো। কিন্তু বোলাররা সেই রান ডিফেন্ড করতে পারেনি। আশা করবো বোলাররা ভালো করতে পারবে এবং দলের জয়ে অবদান রাখতে পারবে।’ এখন পর্যন্ত ওয়ানডেতে ১০৭বার মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে ইংল্যান্ডের জয় ৫৪টিতে ও ওয়েস্ট ইন্ডিজের জয় ৪৭টিতে। ৬টি ম্যাচ পরিত্যক্ত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close