মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০২৪

ধর্মঘর ক্লাস্টার ক্ষুদে গণিতবিদ উৎসব অনুষ্ঠিত

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর ক্লাস্টারে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বহস্তে তৈরি গণি বিষয়ক শিক্ষা উপকরণ প্রদর্শনী ও শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের উদ্যোগ ও সার্বিক দিকনির্দেশনায় সোমবার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হয়।

শিশুদের গণিতভীতি দূরী করার লক্ষ্যে অভিভাবকদের বিদ্যালয়ের উন্নয়ন ও শিখন শেখানো কার্যক্রমে সম্পৃক্তকরণ, গণিত শ্রেণি পাঠদান উপকরণ ব্যবহারে সহজবোধ্য-আনন্দদায়ক করে তোলার লক্ষে ক্লাস্টারের ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেলায় বিদ্যালগুলো স্ব স্ব স্টলে বিভিন্ন শ্রেণির গণিতবিষয়ক পাঠ সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য ব্যবহৃত এ উপকরণগুলো প্রদর্শন ও ব্যবহার পদ্ধতি উপস্থাপন করেন।

মেলায় বিদ্যালয়ের শিশুদের মাঝে অংক দৌড়, গণিতবিষয়ক কুইজ, বিভিন্ন গণিত শিখন পাজল, শিক্ষকদের মাঝে উপকরণ ব্যবহারে গণিত পাঠ উপস্থাপন, গণিত প্যাটার্ন আঁকাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হেসেন, শিক্ষানুরাগী নাবা বহুমুখী ফার্ম-এর স্বত্বাধিকারী সফিউল বর খোকন, প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল, ইসলামী ব্যাংক পিএলসি স্বত্বাধিকারি মো. নাজমুল হাসান, শিক্ষক নেতা মো. কামরুজ্জামান, তাউছ মিয়া, বিশ্বজিত ভট্টাচার্য্য, আশরাফুল হক, মোস্তাফিজুর রহমান সজিব প্রমুখ।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গণিতবিদ উৎসব,ধর্মঘর ক্লাস্টার,মাধবপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close