ক্রীড়া ডেস্ক

  ১১ নভেম্বর, ২০২৪

সল্টের সেঞ্চুরি

সহজ জয়ে সিরিজ শুরু ইংল্যান্ড

ওপেনার ফিল সল্টের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সহজ জয় দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ইংল্যান্ড। আজ ভোরে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৮ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ৫৪ বলে ১০৩ রানের অনবদ্য ইনিংস খেলেন সল্ট।

ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ এবং স্পিনার আদিল রশিদের ঘূর্ণিতে ৯ ওভারে ৬৯ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

ষষ্ঠ উইকেটে উইকেটরক্ষক নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেলের ২৬ বলে ৩৯ রানের জুটির কল্যাণে ১’শ রান পার করে ওয়েস্ট ইন্ডিজ। ৪টি ছক্কায় রাসেল ১৭ বলে ৩০ রান করে আউট হন।

রাসেল ফেরার পরই সাজঘরে ফিরেন পুরান। ২টি চার ও ৩টি ছক্কায় ২৯ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন তিনি।

১১৭ রানে অষ্টম উইকেট পতনের পর ইংল্যান্ডের বোলারদের উপর চড়াও হন রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোতি। নবম উইকেটে ২৬ বলে ৪৯ রানের জুটি গড়েন তারা। এতে ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানের বড় পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। শেফার্ড ৩টি চার ও ২টি ছক্কায় ২২ বলে অপরাজিত ৩৫ এবং মোতি ৪টি চার ও ২টি ছক্কায় ১৪ বলে ৩৩ রান করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close