গুলশান থেকে নিখোঁজ যুক্তরাষ্ট্রের নাগরিক
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসী নিখোঁজ হয়েছেন। তার নাম শরীফ মোহাম্মদ মাসুদুল আলম সুজন (৫০)। বুধবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় মুগদা এলাকার উত্তর মানিকনগরের বাসা থেকে বের হন সুজন। পরে বন্ধুদের সঙ্গে নিয়ে সে গুলশান এলাকার সেফস টেবিল রেস্টুরেন্টে যান। একপর্যায়ে নামাজে যাওয়ার কথা বলে সুজন একা রেস্টুরেন্টের বাইরে বের হন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি আর ফিরে আসেননি। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে বৃহস্পতিবার রাতে সুজনের বড় ভাই নাঈমুল আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সুজন এখনও বাড়ি ফেরেননি। পরিবারের সবাই এ নিয়ে আতঙ্কগ্রস্ত। এ ঘটনায় জিডি করা হলেও পুলিশের পক্ষ থেকে এখনো তেমন একটা অগ্রগতি পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, সুজন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। সে ওই দেশের নাগরিক। সুজনের পরিবারও যুক্তরাষ্ট্রে থাকেন। তবে সেখানে বসবাসরত স্ত্রীর সঙ্গে ৪ বছর আগে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। ২৬ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে আসেন। সম্প্রতি দেশে ফিরে তিনি বিয়ে করেছেন। ৯ নভেম্বর তার ফিরে যাওয়ার কথা। কিন্তু এখনও ফিরে না আসায় তার যুক্তরাষ্ট্র যাওয়া অনিশ্চিত।
পরিবারের সদস্যরা জানান, এর আগেও একবার দেশে ফিরে সুজন জীবনের নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তখন সাবেক স্ত্রীর এক পুলিশ কর্মকর্তা আত্মীয় তাকে তুলে নেওয়ার হুমকি দেন। কিন্তু পরে এ নিয়ে আর তেমন বাড়াবাড়ি হয়নি। তবে এবার তার নিখোঁজ হওয়ার পেছনে আগের ঘটনার জের রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না।
ঘটনা প্রসঙ্গে গুলশান থানায় যোগাযোগ করা হলে, পুলিশ জানায় বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। প্রাথমিকভাবে নিখোঁজ সুজনের মোবাইল ফোনের কল লিস্ট ধরে অনুসন্ধান চলছে।