নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিএডিসি পরিদর্শন চেয়ারম্যানের
কৃষকরা যাতে মানসম্পন্ন সার, বীজ এবং সেচ সুবিধাপ্রাপ্তিতে কোনোরূপ বৈষম্য বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে অধিকতর সতর্ক এবং মনোযোগী হতে হবে বলে জানান বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) মো. রুহুল আমিন খান দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের বিএডিসির বিভিন্ন উইংয়ের কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি জেলা প্রশাসন, ঠাকুরগাঁওয়ের আয়োজনে কৃষক, বিভিন্ন স্টোকহোল্ডার, বিএডিসি এবং জেলার অন্য কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় মতবিনিময় করেন।
তিনি আরো বলেন, কৃষকদের সুবিধা এবং স্বার্থের কথা বিবেচনা করে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় আগাম সময়ে বীজ আলু ডিলারদের মাধ্যমে কৃষকপর্যায়ে সরবরাহের লক্ষ্যে চলতি বছর দ্রুততার সঙ্গে বীজ-আলুর মূল্য নির্ধারণ-পূর্বক সরবরাহের ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে উৎপাদন মৌসুমে কৃষি নিরাপত্তা নির্বিঘ্ন করতে দেশের কোথাও যাতে সারের কোনোরূপ কৃত্রিম সংকট দেখা না যায়, সে বিষয়ে তিনি কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। বিশেষ করে, কৃষকদের চাহিদার কথা চিন্তা করে তিনি প্রয়োজনীয় পরিমাণ সার গুদামে সংরক্ষণ-পূর্বক স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কৃষকপর্যায়ে যাতে সরবরাহ করা হয়, সে ব্যাপারেও পরামর্শ দেন। এ সময় তিনি দিনাজপুরের পার্বতীপুরের ৬২০০ টন ধারণক্ষমতাসম্পন্ন নবনির্মিত প্রি-ফেব্রিকেটেড স্টিল সার গুদাম উদ্বোধন করেন। উদ্বোধনকালে সদস্য পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. আশরাফুজ্জামান, প্রকল্প পরিচালকসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
"