reporterঅনলাইন ডেস্ক
  ০৮ নভেম্বর, ২০২৪

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠাল পাকিস্তান

প্রথম ম্যাচটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ। ২০৩ রান করেও অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল পাকিস্তান। ৮টি উইকেট ফেলে দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ানরা।

অ্যাডিলেডে আজ দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান রিজওয়ান।

টস হেরে ব্যাট করতে পাকিস্তানি পেসে মোটামুটি দিশেহারা স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮৭ রানে তারা হারিয়েছে ৪ উইকেট। শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রউফ মিলে নিলেন ২টি করে উইকেট।

ম্যাথিউ শর্ট ১৯ রানে এবং জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ১৩ রানে আউট হন শাহিন আফ্রিদির বলে। জস ইংলিশ ১৮ রানে এবং মার্নাস লাবুশেন ৬ রানে আউট হন হারিস রউফের বলে।

একমাত্র স্টিভেন স্মিথ ২৯ রানে বুক চিতিয়ে লড়াই করছেন। অ্যারন হার্ডি ৩ রানে ব্যাট করছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পাকিস্তান,অস্ট্রেলিয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close