ক্রীড়া প্রতিবেদক
সাবিনাদের দেড় কোটি টাকা বোনাস দেবে বাফুফে
নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুবার শিরোপা জিতেছে বাংলাদেশ। মেয়েদের নৈপুণ্যের স্বীকৃতি স্বরূপ শনিবার দেড় কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় নেওয়া হয় এই সিদ্ধান্ত। সভা শেষে ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এটি ছিল বাফুফে নবনির্বাচিত কমিটির প্রথম সভা।
পুরস্কারের এই দেড় কোটি টাকা পাবে দলের সঙ্গে থাকা প্রত্যেকেই। অর্থাৎ নেপালে যাওয়া ৩২ জনের কন্টিনজেন্টই এই অর্থ পাবেন। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ, টিম ম্যানেজমেন্ট এবং টিম অফিসিয়ালদের মধ্যে এই দেড় কোটি টাকা কীভাবে বণ্টন হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। এ ছাড়া বোনাসের অর্থ দেওয়ার দিন তারিখও নির্ধারণ হয়নি। তবে আমিরুল ইসলাম জানিয়েছেন বোনাসের অর্থ যত দ্রুত সম্ভব চ্যাম্পিয়নদের মধ্যে প্রদান করা হবে। এর আগে সাফ শিরোপা জেতায় চ্যাম্পিয়ন মেয়েদের ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও এসেছিল পুরস্কারের ঘোষণা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মেয়েদের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন। তবে অপেক্ষা ছিল বাফুফে থেকে কেমন পুরস্কারের ঘোষণা আসে। অবশেষে সভাপতি তাবিথ আউয়ালের নতুন কমিটি মেয়েদের এই পুরস্কার ঘোষণা করল। বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে।
"