ক্রীড়া প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০২৪

এবার যুবাদের পাশে ইমরুল-মিরাজ

যুব এশিয়া কাপ চলাকালীন তামিম ইকবালের কাছে ভালো মানের কয়েকটি ব্যাটের আবদার করেছিলেন তরুণ ক্রিকেটাররা। বোর্ডের সঙ্গে আলাপ করে কদিন আগে যুব এশিয়া কাপ জিতে আসা ক্রিকেটারদের জন্য ভালো মানের ব্যাটের ব্যবস্থা করে দিয়েছেন তামিম। মিরপুরে ক্রিকেটারদের কাছে সেটি হস্তান্তরও করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

তামিমের পর অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন ইমরুল কায়েস-মেহেদী হাসান মিরাজ। তাদের এমকেএস প্রতিষ্ঠান বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের স্পন্সরের দায়িত্ব নিয়েছে। বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস। গত বছরের মার্চ-এপ্রিলের দিকে এ প্রতিষ্ঠানটির কথা জানা যায় ইমরুল এবং মিরাজের কাছ থেকে। ব্যাটের কারিগর হুসাইন মোহাম্মদ আফতাব শাহিনকে সঙ্গে নিয়েই এ ব্যবসায় নামেন ইমরুল-মিরাজরা।

জাতীয় দলের এ দুই ক্রিকেটারের স্বপ্ন ছিল দেশের ক্রিকেটাররা যেন দেশীয় কোনো ব্যাট ব্যবহার করে। তাদের সেই স্বপ্ন পূরণ না হলেও তার কাছাকাছি চলে যাচ্ছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে সাউথ আফ্রিকায় রওনা দেওয়া ১৫ ক্রিকেটারের ৮ জন ব্যাটের স্পন্সর হিসেবে পাশে পাচ্ছে এমকেএস প্রতিষ্ঠানকে। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ বলেন, ‘আমি ইমরুল ভাই, আজাদ ভাই, শাহিন ভাইকে কৃতিত্ব দেব। বিশেষ কৃতিত্ব দেব ইমরুল ভাইকে। তিনি অনেকদিন ধরে এটার পেছনে লেগে ছিলেন। আমি ওরকম কিছু করার সময় পাইনি। তিনি শাহিন ভাইকে সঙ্গে নিয়ে এটা প্রতিষ্ঠা করেছেন। ওরা তিনজনই এটা করেছেন।’ ‘আমার কাছে খুব ভালো লাগছে। আমি অনূর্ধ্ব-১৯ খেলেছি, বিশ্বকাপ খেলেছি, ওই সময়ে আমরা এরকম স্পন্সরশিপ পাইনি। হয়ত দুয়েক জনের সঙ্গে কথা হয়েছে। আমরা দেশি প্লেয়ারদের প্রোমোট করতে চাই। বাংলাদেশের প্লেয়ারদের সামনে তুলে আনাই আমাদের প্রধান লক্ষ্য। তাদের ভালো ব্যাট বা সব দেওয়া। শুরুতে আমরা স্পন্সরশিপে গিয়েছি। তারপর নারী ক্রিকেট বা অনূর্ধ্ব-১৫ বা ১৭ তেও যাব। ওদের যদি সে রকম কেউ থাকে। বিপিএলেও অনেকের সঙ্গে যাব।’

জানা গেছে, জাতীয় দলের ক্রিকেটারদের স্পন্সরকারী প্রতিষ্ঠানের মতোই সুবিধা পাবে যুব ক্রিকেটাররা। বছরে ৪টি ব্যাট ৬ জোড়া গ্লাভস আর ২ জোড়া প্যাড পাবেন জিসান-শিবলীরা। ব্যাট ভাঙলে বা চাইলেও মিলবে ব্যাট। এদিকে লম্বা সময় ধরেই ‘সিএ’ ব্যাট দিয়ে খেলছেন তামিম। অনেক তরুণ ক্রিকেটারই বাঁহাতি এ ওপেনারের কোম্পানির ব্যাট দিয়ে খেলতে চান। গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছে যুব এশিয়া কাপ। সেই সময় ২-৩ জন ক্রিকেটার ‘সিএ’ ব্যাট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এমন আগ্রহের কথা তামিমের কাছে পৌঁছে দেন হান্নান সরকার। তামিমকে অবশ্য ৪-৫টি ব্যাটের কথা জানিয়েছিলেন যুব দলের এ নির্বাচক।

তামিম জানান, চারটি ব্যাট তিনি এমনিতেই দিয়ে দেবেন। চারটি ব্যাট দিয়ে কিছুই হবে না এমন ভাবনা থেকে সবার জন্য ব্যবস্থা করার পরিকল্পনা করেন তামিম নিজেই। সেটির জন্য নিজে থেকে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন বাঁহাতি এ ওপেনার। বোর্ড সবুজ সংকেত দিলে ১৫ জনের জন্যই ব্যাটের ব্যবস্থা করেন তামিম। যার অর্থায়ন করেছে বিসিবি। গত ৫ জানুয়ারি তরুণ ক্রিকেটারদের হাতে ব্যাট তুলে দিয়েছেন বাংলাদেশের সাবেক এ অধিনায়ক।

দুবাই থেকে ফেরার পর গত শুক্রবার সকাল সকাল ইনডোরে অনুশীলন করতে আসেন তামিম। অনুশীলনে আসার সময় সবগুলো ব্যাট সঙ্গে করে নিয়ে আসেন। যুব বিশ্বকাপকে সামনে রেখে সেদিন মিরপুরে অনুশীলন করছেন তরুণ ক্রিকেটাররা। এরই ফাঁকে একাডেমি মাঠে যুবাদের ব্যাট বুঝিয়ে দেন তামিম নিজে। আজ সাউথ আফ্রিকার বিমান ধরবে বাংলাদেশের যুবারা। সেখানে গিয়ে পৌঁছে জিম্বাবুয়ের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। যদিও তা এখনো চূড়ান্ত হয়নি। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close