নজরুল ইসলাম জিসান, ইবি প্রতিনিধি

  ২২ মে, ২০২৪

ইবিতে বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু

ছবি : প্রতিদিনের সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান। বুধবার (২২ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আমবাগানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এটি শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী, সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ, কোষাধ্যক্ষ দিদারুল ইসলাম রাসেল, দপ্তর সম্পাদক আবু তালহা আকাশ, তথ্যপ্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আজাদ, পাঠাগার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, ছাত্রীবিষয়ক সম্পাদক রত্না রানী কুন্ডুসহ অন্যান্য রোভারবৃন্দ। এ ছাড়াও উদ্বোধনী ক্রু-মিটিং পরিচালনা করেন রোভার মেট খন্দকার আবু সায়েম।

এ বিষয়ে ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাশেমী বলেন, এই আয়োজনে ২৫ জন সহচর দীক্ষায় অংশ নিয়েছেন। দীক্ষা গ্রহণের মাধ্যমে তারা স্কাউট আন্দোলনের একজন সদস্য হিসেবে যুক্ত হবেন। আমরা আশা করি এ সকল সদস্য একজন দেশপ্রেমী ও নিষ্ঠাবান নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দীক্ষা অনুষ্ঠান,বার্ষিক তাঁবুবাস,ইবি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close