নরসিংদী প্রতিনিধি

  ২২ মে, ২০২৪

পলাশে যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি, বাবা-ছেলে গ্রেপ্তার

ছবি: প্রতিদিনের সংবাদ

নরসিংদীর পলাশে রহিম মিয়া (২৫) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবা-ছেলে হলেন, উত্তর ডাঙ্গা গ্রামের আব্দুল কাদির ও তার ছেলে গোলাম রাব্বানী। এর আগে সোমবার (২০ মে) বিকেলে ডাঙ্গা বাজার থেকে রহিম মিয়াকে অপহরণ করে অভিযুক্ত আব্দুল কাদিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে নির্যাতন করা হয়।

তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী রহিম মিয়া ও অভিযুক্তরা পূর্বপরিচিত। সোমবার বিকেলে ডাঙ্গা বাজারে রহিমকে ডেকে নিয়ে অপহরণ করে নিয়ে যায় তারা। এরপর তাকে মারধর করাসহ মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অপহৃত রহিমকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী রহিমের বড় ভাই মাসুদ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরসিংদী,পলাশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close