ক্রীড়া ডেস্ক

  ২৩ মে, ২০২৪

এক ম্যাচে ৫৬ টাইব্রেকার!

সাধারণত একটি ফুটবল ম্যাচের নির্ধারিত সময় ম্যাচে সমতা বিরাজ করলে এক্সট্রা টাইমে খেলা গড়ায়। সেখানেও সমতা থাকলে পেনাল্টি শুট আউটে ম্যাচের ফলাফল নির্ধারণ হয়ে থাকে। এখানে প্রতিটি দলের জন্য ৫টি করে শট বরাদ্দ থাকে। কিন্তু এরপরও ম্যাচে সমতা থাকলে ফিফার আইনানুসারে ‘সাডেন ডেথ’ একটির পর একটি পেনাল্টি চলতে থাকে। যাকে ম্যারাথনও বলা চলে। এবার এমনই এক ঘটনা ঘটেছে ফুটবল বিশ্বে। দুদল মিলে ম্যারাথন এই টাইব্রেকার ৫৬ শটে গিয়ে থামিয়েছে। তবেই মিলেছে ম্যাচের রেজাল্ট। গত সোমবার ঘটনাটি ঘটেছে ইসরায়েলের তৃতীয় বিভাগের সেমিফাইনাল প্রমোশনের প্লেঅফ ম্যাচে। খবর রয়টার্সের।

ম্যাচটিতে মুখোমুখি হয়েছিল এসসি দিনোমা ও চিমসন তেলআবিব। যেখানে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ের খেলা ২-২ গোলে সমতায় থাকে। শেষ পর্যন্ত ম্যাচটি টাইব্রেকারে গেলে ২৩-২২ গোলে জয় তুলে নেয় এসসি দিনোমা। তবে ফুটবলবিশ্বে ম্যারাথন টাইব্রেকারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ফুটবলবিশ্ব ৬৬ কিকের টাইব্রেকারও দেখেছে। সেটা অবশ্য বয়সভিত্তিক ফুটবলে। ১৯৯৮ সালে ডার্বি কমিউনিটি কাপের বয়সভিত্তিক দুদলের মধ্যে। প্রতিপক্ষ ছিল মিকলওভার লাইটিনিং ব্লু সক্স ও চেলাস্টন বয়েজের অনূর্ধ্ব-১০ দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় ফলাফল নির্ধারণে টাইব্রেকারের দারস্থ হয়। কিন্তু দুদল মিলিয়ে ৬৬টি কিক নেয়। অবাক বিষয় জালে বল যায় মাত্র তিনবার। শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্লু সক্স ম্যাচটি জিতে নেয় ২-১ গোলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close