বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ২২ মে, ২০২৪

বাউফলে ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন মোশারেফ 

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর বাউফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারেফ হোসেন খান। তিনি আনারস প্রতীকে ৪২ হাজার ৩২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

মোশারেফ খান এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। এবার তার নিকট প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব হাওলাদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ১০১ ভোট।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান উড়োজাহাজ প্রতীকে ৫০ হাজার ৫০৫ ভোটে জয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী মো. মাহামুদ রাহাত জামসেদ পেয়েছেন ৩৭ হাজার ৭১৪ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম নিসু হাঁস প্রতীকে ৫০ হাজার ৩৭১ ভোটে জয় পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঝর্না বেগম পেয়েছেন ৩৮ হাজার ৮৫২ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হয়। পরে ভোট গণনা শেষে রাত ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী ফলাফল ঘোষণা করেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close