মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০
বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫০ জন আহতের ঘটনা ঘটেছে। এদের মধ্য গুরুতর ১০ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (২২ মে) সকাল ৮টায় মোল্লাহাট উপজেলার ঘোষগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফের সংঘর্ষের শঙ্কায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবাররা জানান, স্থানীয় বড়ঘাট এলাকায় একটি চায়ের দোকানে হেদায়েত হোসেনের লোকজন বসা ছিল। পরে সাগর শেখের লোকজন এসে ধাওয়া দিলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ চলে প্রায় ঘণ্টাখানেক। এতে উভয়পক্ষের ৫০ জন আহত হয়। আহতদের অভিযোগ সূত্রে জানা যায় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ফের সংঘর্ষের শঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিডিএস/আরডি