ক্রীড়া প্রতিবেদক

  ১৪ মে, ২০২২

সাকিবকে শতভাগ ফিট চান ডমিঙ্গো

যুক্তরাষ্ট্র থেকে ঈদের ছুটি কাটিয়ে দেশে ফিরেই করোনা পজিটিভ হন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আগে গত ১০ মে এই দুঃসংবাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল। করোনানীতি অনুযায়ী সাকিবের পাঁচ দিন আইসোলেশনে থাকার কথা। সেই অনুযায়ী ১৫ মে সাকিবের করোনা পরীক্ষা হওয়ার কথা ছিল।

কিন্তু পরশু রাতে ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষায় নেগেটিভ হন সাকিব। পরবর্তীতে নিশ্চিত হতে কাল বিসিবির উদ্যোগে আরো একটি করোনা পরীক্ষা করিয়েছেন, নেগেটিভ হন সেটিতেও। হঠাৎই নেগেটিভ হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে কাল শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলার একটা ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য সম্পূর্ণ ফিট না হলে সাকিবকে খেলাতে রাজি নন। কাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘যে কোনোদিন, যে কেউই সম্পূর্ণ ফিট সাকিবকে দলে পেতে চাইবে। কিন্তু ৫০ বা ৬০ ভাগ ফিট একজন খেলোয়াড়কে টেস্ট ম্যাচ খেলানো কঠিন। পারফর্ম করার সুযোগ দেওয়ার জন্য একজন খেলোয়াড়কে পুরোপুরি ফিট হতে হবে।’

ডমিঙ্গো নিজেই কদিন আগে করোনার ধাক্কা কাটিয়ে উঠেছেন। নিজের অভিজ্ঞতা থেকেই ডমিঙ্গো জানালেন, সুস্থ হয়েই সাকিবের জন্য টেস্ট ক্রিকেটের চাপ নেওয়া সহজ হবে না। প্রধান কোচ বলছিলেন, ‘টেস্ট ক্রিকেট কঠিন। খেলা এবং অনুশীলনের মধ্যে না থেকে হুট করে এসে খেলা আরো কঠিন। এর ওপর সে কোভিড থেকে সেরে উঠেছে। আমারও কোভিড হয়েছিল। আমি জানি কতটা খারাপ অভিজ্ঞতা হয় এতে। শরীরে শক্তি পাওয়া যায় না। এটা টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়। এখানে পাঁচ দিন প্রায় ৬ ঘণ্টা করে মাঠে থাকতে হয়। এসব বিষয় অবশ্যই বিবেচনায় আনতে হবে।’

সাকিবের শারীরিক অবস্থা কেমন সেটি অবশ্য ফিটনেস পরীক্ষায় বোঝা যাবে। আজ সন্ধ্যায় সাকিবের চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। কাল অনুশীলনও করবেন বলে জানা গেছে। তবে পরশু প্রথম টেস্টে সাকিবের খেলা না খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষার ওপর।

ডমিঙ্গো জানালেন, ‘তার ফিটনেস পরীক্ষা করতে হবে। কোভিড থেকে সেরে উঠেছে মাত্র এবং খুব বেশি ক্রিকেট কিন্তু ও খেলেনি। সাকিব অবশ্যই আমাদের জন্য বড় খেলোয়াড়। সে দলের ভারসাম্য নিয়ে আসে। তাকে আজ আমরা দেখব। দুই তিন-সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে ও ব্যাটিং বা বোলিং কিছু করেনি। হঠাৎ করে এসে পাঁচদিনের টেস্ট ম্যাচ খেলা কঠিন এবং পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করতে হবে। আমরা তাকে কাল পরীক্ষা করে দেখব।’

সাকিব শেষ পর্যন্ত না খেললে তার বিকল্প কে হবে সেটিও ভেবে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটিংয়ের সঙ্গে বোলিং দক্ষতা আছে এমন কাউকেই দলে নেওয়া হবে বলে জানিয়েছেন ডমিঙ্গো, ‘বোলিং করতে পারে এমন কাউকে আমাদের বিবেচনা করতে হবে। এটা আমাদের জন্যও চ্যালেঞ্জিং। যেমন আমাদের ইয়াসির আলী রাব্বী আছে। যে কিনা দুর্দান্ত পারফর্ম করছে। কিন্তু আমাদের এমন কাউকে প্রয়োজন যে কিনা ১৫ থেকে ২০ ওভার বোলিং করতে পারে। আমি ঠিক নিশ্চিত নই মুমিনুল ১০ থেকে ১৫ ওভার বোলিং করতে পারবে কিনা। (নাজমুল হোসেন) শান্তও বোলিং করে কিন্তু ৬ থেকে ৭ ওভারের বেশি নয়। আমরা শেষ দুই বছর ধরেই ৬ থেকে ৭ নম্বরে ব্যাটিং এবং ১০ থেকে ১৫ ওভার বোলিং করতে পারে এমন কাউকে খুঁজছি। সাকিবের অনুপস্থিতিতে আমরা এখনো এমন কাউকে খুঁজছি। সাকিব থাকলে কাজটা সহজ। কিন্তু সাকিবকে খুব বেশি সময় পাওয়া যায় না।’

এক্ষেত্রে মোসাদ্দেক হোসেন হতে পারেন সমাধান। ২০১৯ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট খেলা এই ক্রিকেটারও আছেন কোচের বিবেচনায়, ‘সে আমাদের নির্বাচনের ভাবনায় আছে। সে বোলিং করতে পারে। সাকিব খেলতে না পারলে মোসাদ্দেক খেলার জন্য বিবেচনায় আছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close