ক্রীড়া প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

নতুন জার্সিতে বাংলাদেশ

দেশবাসীর দাবির প্রেক্ষিতে টাইগারদের বিশ্বকাপ জার্সিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক জার্সি উন্মোচনে মুশফিক-মাহমুদউল্লাহদের যে জার্সিতে দেখা গিয়েছিল, সেখানে সবুজের আধিক্য থাকলেও জাতীয় পতাকার আরেক রং লালের লেশমাত্র ছিলনা। বিষয়টি দেশের ক্রিকেট অনুরাগীদের মনে নাড়া দেওয়ায় জার্সি পরিবর্তনে বাধ্য হয় বিসিবি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আর বিতর্কের জড়ায়নি বোর্ড। আজ থেকে শুরু হওয়া ‘ও ভাই’ ত্রিদেশীয় সিরিজে লাল-সবুজের মিশ্রণে তৈরি নতুন জার্সি পরেই মাঠে নামবে বাংলাদেশ। গতকাল সন্ধ্যায় বিসিবি কার্যালয়ে ত্রিদেশীয় সিরিজে ট্রফি উন্মোচিত হয়। এ অনুষ্ঠানে জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা ও আফগান দলপতি রশিদ খানের সঙ্গে আসেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবকে দেখেই চমকে ওঠেন সবাই। একেবারে নতুন জার্সি তার গায়ে! নতুন জার্সিটি বেশ আকর্ষণীয় ও বৈচিত্র্যময়। তবে এই মুহূর্তে জার্সি নয়, মাঠের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে সমর্থকরা। সাকিবের হাতে এই ট্রফি উঠবে এমনটাই প্রত্যাশা করছে ভক্তরা। অভিজ্ঞতা ও সামর্থ্যে বাংলাদেশ সীমিত ওভারে আগেও নিজেদের মেলে ধরেছে। এবার জিম্বাবুয়ে ও আফগানদের বিপক্ষেও তার পুনরাবৃত্তি ঘটাতে চাইবে টাইগাররা। জার্সি বদলের পর এবার সাকিব বাহিনীর পারফরম্যান্সে বদল আসে কি না, এখন সেটাই দেখার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close