পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

  ২৯ এপ্রিল, ২০২৪

পেকুয়ায় দুই গৃহিনীর তর্ক গড়াল সংঘর্ষে, আহত ৬

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় দুই গৃহিনীর বাকবিতণ্ডার জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে সদর ইউনিয়নের সিরাদিয়ায় দুপক্ষের এ সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছে।

আহতরা হলেন-সিরাদিয়া এলাকার জাহাঙ্গীর আলম (৩৮), তার স্ত্রী জেয়াসমিন আক্তার (৩৫), ছোট ভাই হানিফ (২২), বোন শিফা জন্নাত (২০) ও মৎস্যজীবী লীগ পেকুয়া উপজেলা সভাপতি বেলাল উদ্দিন মিয়াজি (৩৮), তার ছোট ভাই বাচ্চু (৩৪)।

আহত জাহাঙ্গীরের ভাই আলী আহমদ জানান, ঘটনার দিন সকালে জাহাঙ্গীরের স্ত্রী জিয়াসমিন আক্তার ও প্রতিবেশী বেলাল উদ্দিনের স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এবং বেলাল উদ্দিন, তার ভাই বাচ্চুসহ জাহাঙ্গীরদের মধ্যে মারপিট হয়। এ সময় উভয়পক্ষের ৬ জন আহত হয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ৩ জনকে চমেক ও কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ বলেন, মারামারির বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কক্সবাজার,পেকুয়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close