ক্রীড়া ডেস্ক

  ১৮ ডিসেম্বর, ২০১৮

আবার মরিনহো ক্যাসিয়াস দ্বন্দ্ব

রিয়াল মাদ্রিদে হোসে মরিনহো যুগের শেষ দিনগুলোতে দুজনের সম্পর্কটা হয়ে উঠেছিল বেশ শীতল। নিজের সাবেক কোচের সঙ্গে কয়েক দিন ধরেই কথার লড়াইটা জমে উঠেছে ইকার ক্যাসিয়াসের। কিছুদিন আগে ক্যাসিয়াসকে ‘খোঁচা’ মেরে মরিনহো বলেছিলেন, ৩৭ বছর বয়সে এসে যার ক্যারিয়ার শেষের পথে, তার পুরনো লড়াইয়ের কথা বলা উচিত না। পরশু লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হারের পর ক্যাসিয়াস একহাত নিলেন মরিনহোকে। ক্যাসিয়াস প্রশ্ন তুলেছেন, কোন মুহূর্তে একজন কোচের সরে দাঁড়ানো উচিত, সেটা নিয়েও আলোচনা করা দরকার।

এই মৌসুমটা একদমই ভালো কাটছে না মরিনহোর। নিজেই স্বীকার করেছেন এবার আর লিগ জেতার সুযোগ নেই ম্যানইউর। ক্যাসিয়াস তার টুইটে মরিনহোকে ইঙ্গিত করে লিখেছেন, তার ক্যারিয়ার যদি শেষের দিকে থাকে তাহলে মরিনহোরও হয়তো ছাটাই হওয়ার সময় এসেছে, ‘পর্তুগিজ’ পত্রিকায় একজন বলেছিলেন, আমার মতো ৩৭ বছর বয়সীদের ক্যারিয়ার নাকি শেষ। কথাটার সাথে আমিও একমত। তবে সেই পত্রিকার কাছে আমারও একটা প্রশ্ন আছে। কোন মুহূর্তে একজন কোচের সরে দাঁড়ানো উচিত?’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close