ক্রীড়া ডেস্ক

  ২০ মার্চ, ২০১৮

সেমিফাইনালে চেলসি

টানা চতুর্থবারের মতো এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল লেস্টার সিটি। এ নিয়ে দ্বিতীয়বার চেলসির হাতেই স্বপ্নভঙ্গ তাদের। রবিরাতে কিং পাওয়ার স্টেডিয়াম নীরব করে দিয়েছিল স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রো। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে পেদ্রোর গোলে এফ এ কাপে সেমিফাইনালের স্বপ্ন অধরা রয়ে গেল লেস্টারের। চেলসির বিপক্ষে ঘরের মাঠে লেস্টার সিটি হেরে গেছে ২-১ গোলে।

২১ এপ্রিল ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে ওঠার প্রথম লড়াইয়ে সাউদ্যাম্পটনের মুখোমুখি হবে চেলসি। পরদিন একই মঞ্চে দ্বিতীয় সেমিফাইনালে টটেনহাম হটস্পারকে মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত দুই দলের সমতা ছিল ১-১ গোলে। ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত ত্রিশ মিনিটে। তাতেই কপাল পুড়েছে লেস্টারের। ১০৫ মিনিটে দেয়া পেদ্রোর গোল শোধ করতে পারেনি ক্লদ পুয়েলের শিষ্যরা। তবে তাদের দুর্দান্ত পারফরম্যান্স মন ভরিয়েছে সমর্থকদের। প্রথমার্ধের ৪২ মিনিটে চমৎকার এক গোলে ব্লুজদের এগিয়ে দেন আরেক স্প্যানিয়ার্ড আলভারো মোরাতা। ৭৬ মিনিটে জেমি ভার্ডির গোলে গোলে সমতা ফেরায় লেস্টার। চেলসির সঙ্গে পরশু তারা লড়াই করেছে সমানে সমানে। বল দখলের লড়াইয়ে চেলসি ৫ শতাংশ এগিয়ে থাকলেও লেস্টার প্রতিপক্ষের গোলপোস্টে শট নিয়েছে ১৮টি। জয়ের পর সংবাদ সম্মলনে এসে চেলসি কোচ অ্যান্তনিও কন্তে বলেছেন, ‘জয়টা দরকার ছিল। ট্রফিটা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist