ক্রীড়া ডেস্ক

  ১৭ জানুয়ারি, ২০১৮

জেল হতে পারে বেন স্টোক্সের!

হুমকির মুখে পড়তে পারে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোক্সের ক্রিকেট ক্যারিয়ার। গেল বছরের ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলে এক নাইট ক্লাবের সামনে মারামারি করেন স্টোক্স। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় এক যুবককে। ওই রাতেই অ্যাভন অ্যান্ড সামারসেট পুলিশ স্টোক্সকে গ্রেফতার করলেও পরের দিন সকালেই ছেড়ে দেয়। তবে ছাড়া পেলেও ২৬ বছর বয়সী তারকার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

তিন মাস তদন্ত শেষে কাল ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) নামের ওই বিশেষ আদালত স্টোক্সের মারামারি কা-কে ‘প্রকাশ্য দাঙ্গা’ হিসেবে অভিহিত করেছেন। অভিযোগ প্রমাণিত হলে তার তিন বছরের জেলও হতে পারে।

সিপিএসের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, সব তথ্য-প্রমাণ আমলে নিয়ে ও গভীরভাবে বিশ্লেষণ করে সিপিএস সোমবার স্টোক্সসহ আরো দুই ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে জননিরাপত্তা বিনষ্টের অভিযোগ আনে। খুব শিগগিরই স্টোক্সকে ওই দুই ব্যক্তির সঙ্গে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর তারিখ এখনো ঠিক হয়নি।

এদিকে, ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবে, আসন্ন ত্রিদেশীয় সিরিজে স্টোক্স আদৌ খেলতে পারবেন কি না। ব্রিস্টলের ওই ঘটনার পর ইসিবি স্টোক্সকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করে। তবে অ্যাশেজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার অনুমতি না পেলেও ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরের দলে ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন এই স্টাইলিশ ক্রিকেটার।

তবে ইংল্যান্ডের প্রচলিত আইনে অপরাধ প্রমাণিত হলে দীর্ঘ মেয়াদে সাজা অপেক্ষা করছে এই ক্রিকেটারের জন্য। ধারণা করা হচ্ছে, শুনানির দিন শিগগিরই ধার্য করা হবে। এরপরেই মামলার অগ্রগতি বোঝা যাবে। স্টোক্সের কপালে কী আছে কে জানে!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist