চট্টগ্রাম ব্যুরো

  ১৪ জানুয়ারি, ২০২৪

বিমানে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরের এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার করেন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল পৌনে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের (বিজি-১৫২) ভেতরে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে ৪ কেজি ৫৪০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা মো. আল আমিন প্রধান বলেন, সকালে অবতরণ করা ফ্লাইট নং-বিজি ১৫২ তল্লাশি করে ১৯এ, ১৮বি, ১৭বি ও ১১ই সিটের নিচে লাইফ জ্যাকেটের সঙ্গে বিশেষ কায়দায় লুকায়িত থাকা ৪ প্যাকেট স্বর্ণ উদ্ধার করা হয়। বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) স্বীকৃত স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে স্বর্ণগুলো ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে। স্বর্ণালংকারগুলোর মধ্যে চুড়ি ৬৯টি, চেইন ১১টি, ২টি লকেট ও ৩টি রিং পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৫০০ গ্রাম, যা ভরি হিসাবে প্রায় ৩৮৫.৯৩ ভরি। তিনি বলেন, এ স্বর্ণ কোন যাত্রী এনেছেন, সেটা তদন্ত করা হচ্ছে। আর জব্দ স্বর্ণগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close