reporterঅনলাইন ডেস্ক
  ২১ মে, ২০২৪

‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর মারা গেছেন

‘ভূতের ভবিষ্যৎ’ খ্যাত অভিনেতা উদয় শঙ্কর পালের জীবনপ্রদীপ ৭৬ বছর বয়সে থেমে গেল। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বাঙ্গুর হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন উদয় শঙ্কর। পৌঁছে গিয়েছিলেন ক্যানসারের তৃতীয় ধাপে। সে কারণে মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলতেন তিনি।

মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জীবনে হাতেখড়ি উদয় শঙ্করের। প্রায় তিন দশক নিয়মিত অভিনয় করেছেন মঞ্চে। পরে নাম লেখান চলচ্চিত্রে। অজস্র বাংলা সিনেমায় অভিনয় করলেও অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমা তাকে এনে দেয় বাড়তি পরিচিতি। সিনেমাটিতে তিনি রিকশাওয়ালা আত্মারাম চরিত্রে অভিনয় করেন।

এ ছাড়া তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো—‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’ প্রভৃতি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভূতের ভবিষ্যৎ,উদয় শঙ্কর পাল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close