ক্যাম্পাস ডেস্ক

  ১১ জানুয়ারি, ২০২২

ইউআইইউতে ‘শিক্ষাব্যবস্থা : চিন্তা ও দুশ্চিন্তা’ শীর্ষক আলোচনা

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘আমাদের শিক্ষাব্যবস্থা : চিন্তা ও দুশ্চিন্তা’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চের (আইবিইআর) উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ড. হাসনান আহমেদ। স্বাগত বক্তব্য দেন বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. সাদিকুল ইসলাম। আলোচনায় দেশবরেণ্য শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- অধ্যাপক ড. আবুল কাশেম মিয়া-উপণ্ডউপাচার্য, ইউআইইউ, অধ্যাপক ড. আবু সুফিয়ান-সাবেক অধ্যাপক, কিং ফয়সাল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব বাহরাইন, অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দাম হোসেন-উপণ্ডউপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান-উপাচার্য, বিইউবিটিসহ আরো অনেকেই। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক এবং আইবিইআরের পরিচালক ড. কামরুজ্জামান। সঞ্চালনা করেন ইউআইইউ এমবিএ, ইএমবিএ ও এমআইএইচআরএম প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. ফরিদ এ. সোবহানী। আলোচনায় বক্তারা দেশের শিক্ষাব্যবস্থার কৌশল, শিক্ষা নীতি এবং শিক্ষা কমিশন গঠন ও তার সুষ্ঠু প্রয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং দেশবরেণ্য বিশিষ্ট্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close