reporterঅনলাইন ডেস্ক
  ২১ জানুয়ারি, ২০১৯

নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) ‘শিক্ষকতা হচ্ছে একটা লিজেনডারি পেশা’ শীর্ষক সেমিনার ১৩ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হয়। নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করিম।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোশাররফ এম হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন কন্টিনিয়িং এডুকেশন সেন্টারের চিফ কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল ইসলাম। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close