প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১২ জানুয়ারি, ২০২৪

সোমালিয়ায় জাতিসংঘের হেলিকপ্টার আটক

যান্ত্রিক গোলযোগের কারণে নেমেছিল জাতিসংঘের হেলিকপ্টার। আল-শাবাব জঙ্গিরা একজনকে হৎয়া ও ছয়জনকে অপহরণ করেছে। সোমালি কর্মকর্তা জানিয়েছেন, যে জায়গায় হেলিকপ্টারটি নেমেছিল, তা আল-শাবাবের নিয়ন্ত্রণে।

এএফপি এ বিষয়ে জতিসংঘের একটি অভ্যন্তরীণ মেমো দেখেছে। তারা জানিয়েছে, ধুসামারেবের দক্ষিণ-পূর্বে ৭০ কিলোমিটার দূরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কারণ, তাতে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল।

ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আবদি আদেন গাবুদ জানিয়েছেন, হেলিকপ্টারের ইঞ্জিন ঠিকভাবে কাজ করছিল না। তাই সেটি শিনধিরি গ্রামে নামতে বাধ্য হয়। হেলিকপ্টারে ৯ জন ছিলেন। তার মধ্যে আটজন বিদেশি। দুজন পালিয়েছেন। তৃতীয় ব্যক্তি পালাতে চেয়েছিলেন। তখন গুলি চালানো হয় এবং তিনি মারা যান।

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, বাকিদের অপহরণের ঘটনা এখনো যাচাই করে দেখা সম্ভব হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close