আন্তর্জাতিক ডেস্ক

  ২১ মে, ২০২৪

জ্বালানি তেলের বিশ্ববাজার ফের অস্থিরতা

দুর্গম পাহাড়ি অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে উঠেছে তেলের বিশ্ববাজার। সেই সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবের বাদশা সালমানের অসুস্থতার খবর। সোমবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আন্তর্জাতিক বাজার দরে দেখা যাচ্ছে, সোমবার লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম ৪১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৮৪ দশমিক ৩৯ ডলারে। আর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআইয়ের দাম ৫ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় ৮০ দশমিক ১১ ডলারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close