আন্তর্জাতিক ডেস্ক

  ২২ মে, ২০২৪

আইএসের সঙ্গে সংশ্লিষ্টতায় ভারতে ৪ শ্রীলঙ্কান গ্রেপ্তার

আন্তর্জাতিক ইসলামি সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শ্রীলঙ্কার ৪ নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশের সন্ত্রাসবিরোধী বাহিনী অ্যান্টি টেরর স্কোয়াড (এটিএস)। সোমবার ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

গ্রেপ্তার চার শ্রীলঙ্কানের নাম মোহাম্মদ নুসরাত (৩৩), মোহাম্মদ নাফরান (৩৫), মোহাম্মদ ফারিস (২৭) এবং মোহাম্মদ রাশদিন (৪৩)। এদের ধরতে রবিবার থেকে অভিযান শুরু হয়েছিল বলে রয়টার্সকে জানিয়েছেন গুজরাট পুলিশের শীর্ষ কর্মকর্তা বিকাশ সাহায়।

গ্রেপ্তারের পাশাপাশি এই চারজনের কাছ থেকে আইএসের একটি পতাকা, দুটি মোবাইল ফোন, ৩টি পিস্তল, গোলাবারুদ, পর্যাপ্তসংখ্যক জিহাদি বই, ফটোগ্রাফ ও ভিডিও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

রয়টার্সকে বিকাশ সাহায় বলেন, গ্রেপ্তার চারজন আবু নামের এক আইএস নেতার অনুসারী ছিলেন। আবু থাকেন পাকিস্তানে। তার নির্দেশেই এই চারজন ভারতে এসেছিলেন। গুজরাটে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। ইতিমধ্যে এই চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন বিকাশ। সূত্র : রয়টার্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close