চট্টগ্রাম ব্যুরো

  ০৩ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি মিলিয়ে গত শনিবার ১১ হাজার ৪৬ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এটি এক দিনের হিসেবে চট্টগ্রাম বন্দরের রেকর্ড। গতকাল রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, এর আগে গত ২২ সেপ্টেম্বর এক দিনের হিসেবে সর্বোচ্চ ১০ হাজার ৪৩২ টিইইউ কনটেইনার ওঠানামা হয়েছিল। এর আগে চট্টগ্রাম বন্দরে গত নভেম্বরে সর্বোচ্চসংখ্যক কনটেইনার ওঠানামা হয়েছে। আমদানি-রফতানি মিলিয়ে নভেম্বরে ২ লাখ ৬৫ হাজার ১৬৫ টিইইউ কনটেইনার ওঠানামা হয়েছে। এক মাসে কনটেইনার ওঠানামায় এটি চট্টগ্রাম বন্দরের রেকর্ড। এর আগে গত জুলাইয়ে ২ লাখ ৫৯ হাজার ২১০ টিইইউ কনটেইনার ওঠানামার রেকর্ড ছিল। এ ছাড়া বন্দরের জেটিতে জাহাজের গড় অবস্থানকাল কমেছে।

প্রসঙ্গত, দেশে চলমান উন্নয়ন প্রকল্প, তৈরি পোশাকশিল্পসহ অন্যান্য শিল্পের কাঁচামাল আমদানি এবং তৈরি পোশাকসহ রফতানি পণ্য বৃদ্ধির কারণে কনটেইনার হ্যান্ডলিং বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বন্দর কর্তৃপক্ষ হ্যান্ডলিং ইকুইপমেন্ট বাড়িয়েছে। চট্টগ্রাম বন্দরে নতুন যুক্ত হওয়া ছয়টি গ্যান্ট্রি ক্রেইন অপারেশনে থাকায় কনটেইনার হ্যান্ডলিং আগের চেয়ে বেড়েছে। খুব কম সময়ের মধ্যে জাহাজ কনটেইনার ও পণ্য খালাস করে বন্দর ত্যাগ করছে। বর্তমানে জাহাজজট নেই বললেই চলে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close