নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

নবাবগঞ্জে ৬ কোটি টাকার সরকারি জমি উদ্ধার 

ছবি: প্রতিদিনের সংবাদ

ঢাকার নবাবগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে প্রশাসন।শনিবার (২৭ এপ্রিল) উপজেলার কাশিমপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই জমি উদ্ধার করা হয়।

নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম জানান, উপজেলার সদরের কাশিমপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪০ শতাংশ সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান ও রেস্তোর নির্মাণ করে ভাড়া দিয়েছিল প্রভাবশালী চক্র। জমিরটির বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা। শনিবার ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে জমি সরকারের পূর্ণদখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঢাকার নবাবগঞ্জ,সরকারি জমি দখলমুক্ত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close