reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২৪

উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলায় বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ৫ ঘণ্টা বন্ধের পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চেলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কয়েক ঘণ্টার চেষ্টায় বগি উদ্ধারের পর বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোররাত ৩টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে আটকে পড়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে অন্য দুই সদস্য হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম, বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
উত্তরবঙ্গ,রেল যোগাযোগ,দুর্ঘটনা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close