নেত্রকোনা প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

নেত্রকোনায় ভাঙন রোধে নদী পাড়ে দাঁড়াল এলাকাবাসী

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদী তীরবর্তী রসুলপুর ঘাটে শনিবার দুপুরে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: প্রতিদিনের সংবাদ

নেত্রকোনায় নদী ভাঙন রোধে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি অভিযোগ পাওয়া গেছে। দুই বছরেও জাক সম্পন্ন করতে পারেনি তারা। এর প্রতিবাদে ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদী তীরবর্তী রসুলপুর ঘাটে এই মানববন্ধন হয়। এতে গ্রামবাসীর মধ্যে মো. রমজান মিয়া, মো. রতন মিয়া, নাদু মিয়াসহ অন্যরা বক্তব্য দেন।

মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, শতাধিক ঘরবাড়ি, রসুলপুর বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদের রাস্তা, ধান শুকানোর মাঠসহ পুরো এলাকা ভাঙন ঝুঁকিতে আছে। এসব রক্ষায় সরকার নদীতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান দুই বছরে তা সম্পন্ন করতে পারেনি। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হয়েছে গ্রামবাসীর। তাই দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তাদের।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close