reporterঅনলাইন ডেস্ক
  ০৯ মে, ২০২৪

হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান ধর্মমন্ত্রীর

ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের পুরোনো ছবি

হজযাত্রীদের সঙ্গে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

আজ বৃহস্পতিবার সকালে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধনের সময় এ আহ্বান জানান তিনি। এ সময় দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। এতে হজযাত্রীরা অংশ নেন।

ধর্মমন্ত্রী বলেন, বিমানে যাতায়াতের সময় হজযাত্রীরা যেন কোনো ধরনের অসহায়ত্ববোধ না করেন কিংবা অস্বস্তিতে না পড়েন, সেদিকে দৃষ্টি রাখতে হবে।

হজযাত্রা যেন নিরাপদ হয়—আল্লাহর কাছে সেই দোয়া করে ফরিদুল হক খান বলেন, আল্লাহ যেন আমাদের হজযাত্রাকে সহজ ও নিরাপদ করে দেন। সমস্ত বালা মুসিবত থেকে হজযাত্রীদের যেন সুরক্ষিত রাখেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধর্মমন্ত্রী,হজযাত্রী,ফরিদুল হক খান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close