দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

দামুড়হুদায় আগুনে পুড়ল ১০ ঘর, ক্ষতিগ্রস্তরা পেল সহায়তা

ছবি: প্রতিদিনের সংবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আগুনে ৫টি পরিবারের ১০টি ঘর, নগদ টাকা ও ইজিবাইক পুড়ে গেছে। গতকাল শুক্রবার উপজেলার নতুন বাস্তপুর গ্রামের পশ্চিমপাড়ায় আগুনের এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

ঘটনার পর পরই দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা মিতা ও হাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে মৃত মস্তবারীর স্ত্রী মাবিয়া খাতুনের রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরো ৫টি বাড়িতে।

খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ও স্থানীয়রা মিলে আগুন নিযন্ত্রণে আনে। এ সময় একটি ইজিবাইক, শফিকুল ইসলামের গরু বিক্রির নগদ ২ লাখ টাকা, মাবিয়া খাতুনের নগদ ৭০ হাজার টাকা মিলিয়ে ১০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চুয়াডাঙ্গা,দামুড়হুদা,আগুন,ক্ষতি,ঘর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close