আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জানুয়ারি, ২০১৮

প্রথম কলাম

কুকুরকে কামড়ানোয় গ্রেফতার যুবক

আদর্শ ‘খবর’ কোনটি? এই নিয়ে থিওরি ক্লাসে সাংবাদিকতা পড়ানোর সময় শিক্ষকরা একটি উদাহরণ দিয়ে থাকেন। সেখানে বলা হয়, ‘?একটি কুকুর যদি মানুষকে কামড়ায়, তাহলে সেটি খবর নয়। কিন্তু যদি মানুষ কুকুরকে কামড়ায়, তাহলেই তা খবর’?। মানে, সাধারণের বাইরে থেকে কিছু ঘটলে তবেই তাকে খবরের পাতে ফেলা যায়। কিন্তু এই উদাহরণই বাস্তবে দেখা যাবে এ কথা কে ভেবেছিল!?

হ্যাঁ, সত্যি! আমেরিকায় একটি কুকুরকে কামড়ে খবরের শিরোনামে এসেছেন এক ব্যক্তি। নিউ হ্যাম্পশায়ারের এক ব্যক্তিকে পুলিশ খুনের ঘটনায় খুঁজছিল। কিন্তু পুলিশের নাগাল এড়িয়ে বারবারই পালিয়ে যাচ্ছিল সে। আসামির সন্ধানে নাকাল পুলিশ শেষ পর্যন্ত স্নিফার ডগের সাহায্য নিতে বাধ্য হয়। সেই কুকুরই একটি কাপড়ের গাদায় খুঁজে বের করে ওই আসামিকে। পুলিশ ভেবেছিল বুঝি সমস্যার সমাধান হলো। কিন্তু নাটক এর পরেও বাকি ছিল। কুকুর তাড়া দিতেই তেড়ে আসে আসামিও। এসে সটান কামড়ে দেয় ওই পুলিশের কুকুরটিকে। তাতে অবশ্য নিস্তার পায়নি আসামি। পুলিশও ধরে ফেলে তাকে। এখন তার অপরাধের তালিকায় যুক্ত হয় কুকুরকে কামড়ে দেওয়ারও অপরাধ!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist