জাবি প্রতিনিধি

  ১৭ মার্চ, ২০২০

জাবিতে বুধবার থেকে ১৬ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ

দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনার বিস্তার ঠেকাতে বুধবার থেকে ১৬ দিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই সাথে বৃহস্পতিবার সকাল ১১টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের রুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার জানান, ক্লাস-পরীক্ষা এবং আবাসিক হল ২ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। আর ২২ মার্চ থেকে ২ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। তবে মেডিক্যাল সেন্টারসহ জরুরি সেবা চালু থাকবে।

সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, ক্যাম্পাসে বসবাসকারীদের কাছে অতিথি আগমন নিরুৎসাহিত করা এবং ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ ও সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। এছাড়া ২০ মার্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট ছাড়া অন্য সকল গেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ক্লাস-পরীক্ষা বন্ধ,জাবি,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close