reporterঅনলাইন ডেস্ক
  ১৭ এপ্রিল, ২০২১

পুলিশ দেখে যুবকের মুখে পলিথিনের মাস্ক, এরপর...

মহামারি করোনাভাইরাস ঠেকাতে গোটা বিশ্ব এখন সরব। যত পদক্ষেপ নেয়া হচ্ছে তার মধ্যে অন্যতম মুখে মাস্ক ব্যবহার। ভয়াবহ এই পরিস্থিতিতে ঘর থেকে বাহিরে গেলেই মাস্ক পরতে হয়। কেউ কাপড়ের মাস্ক পরে আবার কেউ ওয়ান টাইম মাস্ক পরে। আর এই মাস্ক না পরে ঘর থেকে বের হলে দিতে হয় জরিমানা। তবে কখনো কি শুনেছেন জরিমানা দেয়ার ভয়ে পলিথিন দিয়ে মাস্ক পরতে?

সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় এক ফল বিক্রেতা পুলিশকে দেখেই তাড়াতাড়ি করে মাস্ক পরতে গেছে। আর তখনই তার খেয়াল হয়েছে তার কাছে তো মাস্ক নেই। পুলিশের মার এবং জরিমানার ভয়ে দোকান থেকে একটি কালো পলিথিন নিয়ে তার মুখে পরে নিয়েছে। এমনভাবে সে পরেছে যাতে না বোঝা যায় যে সে মাস্ক পরেনি। কিন্তু তাতে কি আর পুলিশের চোখ এড়ায়।

আরও পড়ুন : জোড়া মাস্কে দ্বিগুণ সুরক্ষা : গবেষণা

পুলিশ তাকে ধরতেই সে তাকে ছেড়ে দেয়ার জন্য অনুনয়-বিনয় শুরু করে। পুলিশের সঙ্গে অনুনয়-বিনয় করার সময় একজন যুবক ভিডিও করে। আর ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা হাসির রোল তুলেছে। ভিডিওটিতে নেটিজেনরা লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাস্ক,পলিথিনের মাস্ক,পুলিশ,ভারত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close