reporterঅনলাইন ডেস্ক
  ০৭ এপ্রিল, ২০২৪

স্ত্রীকে ‘আবর্জনা’ বলায় ৪,২০০ ডলার জরিমানা

ছবি : সংগৃহীত

চীনের এক ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে 'আবর্জনা' বলে গালি দিয়েছিলেন। এ ঘটনার জেরে চীনের এক আদালত তাকে ৪,২০০ মার্কিন ডলার জরিমানা করেছে। জরিমানার অর্থ যাবে তার স্ত্রীর কাছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক খবরে জানায়, দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ওই ব্যক্তির নাম ঝাও। ২০০৭ সালে ছিয়ান নামের এক নারীকে বিয়ে করেন তিনি। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। ২০১৫ সাল পর্যন্ত সুখেই সংসার করছিলেন তারা। ওই বছর এক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন ছিয়ান, হুইলচেয়ার ছাড়া চলাচলে অক্ষম হয়ে পড়েন। এরপর থেকেই স্ত্রীর প্রতি ঝাওয়ের আচরণ পাল্টে যায়।

দুর্ঘটনায় কাজকর্ম করার ক্ষমতা হারান ছিয়ান। তখন থেকেই ছিয়ানকে অবজ্ঞা করতে শুরু করেন ঝাও। তাকে যখন তখন গালাগালিও করতে থাকেন। এক পর্যায়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাও। তখনই নিজের অধিকার আদায়ের জন্য অভিযোগ করেন ছিয়ান।

আদালতের শুনানিতে জানা যায়, স্ত্রীর প্রতি যত্ন ছিল না ঝাওয়ের। শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ছিয়ানকে সাহায্য দূরের কথা, উল্টো অবজ্ঞা করতেন তিনি। একাধিক শুনানির পর আদালত রায় দেয়, ছিয়ানের ক্ষতি করেছেন ঝাও। তার আচরণ মানসিক অত্যাচারের শামিল। ছিয়ানকে ৩০,০০০ ইউয়ান (৪,২০০ মার্কিন ডলার) জরিমানা দেবেন ঝাও। এছাড়া বিচ্ছেদের পর দুজনের মিলিত সম্পদ থেকে মাত্র ৪০ শতাংশ পাবেন ঝাও।

এ ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকের মাঝেই ক্ষোভ দেখা যায় ঝাওয়ের প্রতি। এমনকি তাকে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শারীরিক প্রতিবন্ধী স্ত্রী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close