reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

আস্ত টাওয়ার চুরি, বন্ধ রেডিও!

ছবি : সংগৃহীত

আস্ত টাওয়ার চুরি শুনে নিশ্চয়ই খটকা লাগছে? হ্যা, এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যে। এ কারণে চলতে চলতে হঠাৎই বন্ধ রেডিও। দীর্ঘক্ষণ কোনো খবর না-পাওয়ায় নানাবিধ জল্পনা শুরু হয় সেখানে। রেডিও বন্ধ হওয়ার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কিনা, তা নিয়েও শুরু হয় কানাঘুষা।

শেষমেশ সব জল্পনার অবসান স্টেশনকর্তার ফেসবুক পোস্টে। ব্রেট আলমোরে নামে স্টেশনের জেনারেল ম্যানেজার কোনোরকম রাখঢাক না-রেখেই জানান, স্টেশন থেকে রাতারাতি ২০০ ফুটের রেডিও টাওয়ার গায়েব হওয়ার কারণেই বন্ধ রেডিও।

এদিকে স্টেশনের তরফে অভিযোগ পাওয়া মাত্রই নড়েচড়ে বসেছে প্রশাসন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ব্রেট আলমো,টাওয়ার চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close