বান্দরবান প্রতিনিধি

  ২২ মার্চ, ২০২৪

১২ ইটভাটাকে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা

বান্দরবানের লামায় ১২টি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দিনব্যাপী উপজেলার ফাইতং ইউনিয়নের বিভিন্ন অবৈধ ইটভাটায় এ অভিযান হয়। এর নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, আসিফ রায়হান, মোহাম্মদ মোজাহেরুল হক।

এদিকে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন চৌধুরী জানান, অভিযানে পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধে ফাইতং ইউনিয়নে ১২টি ইটভাটা অবৈধ ইটভাটাকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১২টি মামলা দায়ের করা হয়। এর আগে ২০১৯ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পাহাড় কাটাসহ বিভিন্ন অপরাধে ও ইটভাটা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ কোটি ৭১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ৪১টি ফোজদারী মামলা করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close