কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

মণিপুরি ভাষা উৎসব পালিত

মণিপুরি ভাষাকে দেশের প্রেক্ষাপটে বাঁচিয়ে রাখা ও বিকশিত করার প্রয়াস হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা উৎসব পালন করা হয়।

গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলার আদমপুরের তেতইগাও রসিদ উদ্দিন উচ্চবিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন করে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম।

এর আগে মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি কবি, লেখক ও গবেষক এ কে শেরাম সূচনা বক্তব্যে বলেন, মণিপুরি প্রজন্মের কাছে নিজস্ব বর্ণ, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখতে গত ১৫ বছরের ধারাবাহিকতায় এবার ১৬তম মণিপুরি ভাষা উৎসব-২০২৪ পালন করা হচ্ছে।

উদ্বোধন শেষে মণিপুরি ছেলে-মেয়েদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা শেষে তেতইগাও রসিদ উদ্দিন উচ্চবিদ্যালয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরবর্তীতে সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় অর্ধশতাধিক মণিপুরি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনিপুরি বর্ণমালায় পরীক্ষা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close