সোহানুর রহমান, খাগড়াছড়ি

  ০৭ মে, ২০২৪

দীঘিনালায় আগুনে পুড়ল ২০ দোকান

দীঘিনালার মেরুং ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় দোকান ও উলুফুল গুদামে আগুন। ছবি: প্রতিদিনে সংবাদ 

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দোকান ও উলুফুল গুদামে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) দুপুর ১২টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা ফায়ার স্টেশনের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুবেল ত্রিপুরা জানান, ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে একটি উলুফুলের গুদাম ও দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, ‘দুপুর ১২টার দিকে আগুন লেগে উলুফুলের গুদামসহ ২০টি দোকান পুড়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণোয়ন ইতিমধ্যে শেষ করেছি।’ স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের বিধি অনুযায়ী সহযোগীতা করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নিশ্চিত করে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ জানান, ‘এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী সরকারি সহায়তা হিসেবে তাৎক্ষনিকভাবে শুকনা খাবার, কম্বল, ঢেউটিন ও নগত অর্থ প্রদান করা হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,দীঘিনালা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close