চাঁপাইনবাবগঞ্জ ও নাচোল প্রতিনিধি

  ২৭ এপ্রিল, ২০২৪

নাচোলে পরিত্যক্ত নলকূপের পাইপে আটকে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা পড়ে রনি বর্মণ নামে যুবক মারা গেছেন।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নিজামপুর ইউনিয়নের পূর্ব নিজামপুর-হিন্দুপাড়া গ্রামের পাইপ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ২৩ বছর বয়সী রনি বর্মণ ওই গ্রামেরই চৈতন্য বর্মণের ছেলে।

জানা যায়, সকালে বাড়ি থেকে প্রতিদিনের মতো খেলতে এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-র গভীর নলকূপের পাইপে আটকা পড়েন রনি। প্রায় ১১০ ফুট গভীরে পাইপে আটকে পড়ার খবরে দ্রুত ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। পরে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে মৃত উদ্ধার করা হয়।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। দীর্ঘক্ষণ পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রনির মরদেহ থানায় আছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close