বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৭ মে, ২০২৪

প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

আসন্ন বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী বদিউজ্জামান ফকিরের ‘কালো টাকা’র বিরুদ্ধে জেগে উঠেছে সর্বস্তরের জনগণ। উপজেলা নির্বাচন উপলক্ষে ট্রাকে লোড দিয়ে বস্তাভর্তি টাকা নিয়ে এসেছে। ভোটারদের টাকার বিনিময়ে জিম্মি করে প্রচারে নামিয়েছেন মানুষদের। গত রবিবার বিকেলে বেলকুচি পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান (দোয়াত কলম) প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম।

গতকাল সোমবার এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল) বদিউজ্জামান ফকিরের মোবাইল ফোনে কল করলে তা তিনি রিসিভ করেননি।

জনসভায় ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম আরো বলেন, বালু দস্যু বদি ফকির মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে অস্থিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কালো টাকা নিয়ে লড়ে যাচ্ছেন। কালো টাকার বস্তা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। এর বিরুদ্ধে সাধারণ মানুষ জেগে উঠেছে। তারা কালো টাকা নয়, এলাকায় উন্নয়ন ও শান্তির জন্যে দোয়াত কলমে ভোট দিতে একমত হয়েছে। বদি ফকির এলাকায় ইতোমধ্যে লাল কার্ড পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close