নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

  ০৭ মে, ২০২৪

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ল দোকানসহ ৮ বসতঘর

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাইশারী বাজারে আগুনে ৪ দোকান ও ৪টি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার ভোরের দিকে বাইশারী বাজারের আবদুস সালামের দোকান ও ভাড়া বাসায় এ আগুনের ঘটনা ঘটে।

দোকানের মধ্যে কামাল হোসেনের এস্ক্রাপের দোকান, জাহাংগীরের মুদি দোকান, রাবার ব্যবসায়ী আজম ও ইউছুপ নবী মজুদ করা রাবার, ওসমান ও জালাল আহাম্মদের কাপড়ের গাইড ছিল বলে জানান তারা। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ব্যবসায়ী জাহাংগীর আলম জানান, প্রথমে তার পাশের দোকান থেকে আগুনের সূত্রপাত দেখে মসজিদের মাইকে ঘোষণা দেন। পরে লোকজন এসে আগুন নেভায়।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল আসেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোভন সাহা ও সংগীয় ফোর্স। এছাড়া ঘটনা স্থলে আসেন বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান আলম কোম্পানি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকারিয়া জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে উপজেলা পিআইও পাঠানো হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close